স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ পৃথক অভিযানে অনৈতিক কার্যকলাপে জড়িত ১২ জন নারী-পুরুষ এবং এক মাদক ব্যবসায়ীসহ মোট ১৩ জনকে আটক করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এএসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ কিলো-২ ডিউটিতে থাকাকালে গোপন সূত্রে জানতে পারেন যে, চান্দনা চৌরাস্তা দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে কয়েকজন নারী ও পুরুষ দেহ ব্যবসায় লিপ্ত রয়েছেন। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ওই হোটেলে অভিযান চালিয়ে ৯ জন নারী ও ৩ জন পুরুষকে অনৈতিক কার্যকলাপের সময় হাতেনাতে আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তারা দেশের বিভিন্ন জেলা থেকে গাজীপুরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন। বর্তমানে কারখানা বন্ধ থাকায় বেকার হয়ে পেটের তাগিদে এ অনৈতিক কাজে যুক্ত হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, বুধবার ( ৮ অক্টোবর) ভোরে বাসন থানার আরেকটি অভিযানে নাওজোড় ফ্লাইওভারের নিচ থেকে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নাম মৃদুল শেখ (২২), পিতা-মোঃ মিন্টু শেখ, তার স্থায়ী ঠিকানা পাবনা সদর, বর্তমান ঠিকানা নাওজোড়, গাজীপুর। সে বাবু মিয়ার হোটেলের কর্মচারী হিসেবে কাজ করছিল বলে জানায় পুলিশ।

মাদক ব্যবসায়ী মৃদুল শেখের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে।