জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট কর্তৃক অনলাইন জুয়া, জুয়ায় ব্যবহৃত নগদ, বিকাশ লেনদেনকারী চক্রের ৪ জন সদস্য কে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আদিতমারী থানাধীন কমলাবাড়ী ইউপি এলাকার ০৩ নং ওয়ার্ডস্থ কদমতলা বাজার হইতে চন্দনপাট সরকার পাড়া গ্রাম গামী কাঁচা রাস্তার কদমতলা নামীয় ব্রীজের উপর একজন ব্যক্তি অবস্থান করে। সে মোবাইল অনলাইন জুয়ার এ্যাপস এর মাধ্যমে জুয়া খেলার জন্য ভিন্ন ভিন্ন আইডি কার্ড দিয়ে খোলা নগদ/বিকাশ এ্যাকাউন্ট এর সিম কার্ড যুব সমাজের মাঝে অনলাইনে মোবাইলে জুয়া খোলার জন্য বিক্রয় ও নিজেও মোবাইলে জুয়া খেলছে। জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরহাটের কালীগন্জ উপজেলার উত্তর গোপাল রায় মেহেরনগর এলাকার মো. বজলুর রহমানের ছেলে মোঃ ইসমাইল হোসেন রিপন (২০)কে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদিতমারী উপজেলার ন্দনপাট এলাকার মৃত্যু আব্বাস আলীর ছেলে মোঃ মাহবুবুর রহমান মাহাবুব (৪০) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ জাউল করিম (৩২) ও গোড়ল নিথক পাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মোঃ সজিব মিয়া (২২) কে গ্রেফতার করেন। তাদের নিকট হতে জুয়া ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ০৬ টি মোবাইল ফোন ও ১২৫টি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল গুলোতে অনলাইন জুয়া খেলার এপ্লিকেশন-7DGAME, QQEE.COM, NADAD777, KK23, L89, BK33, PPVIP ইন্সটল করা আছে এবং সিম কার্ড গুলোতে নগদ, বিকাশ এজেন্ট একাউন্ট খোলা আছে।

তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আধ্যাদেশ-২০২৫ আইনে আদিতমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। ১ জুন রোববার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে। লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপরাধীদের ধরতে জেলা পুলিশ কার্যক্রম অব্যহত রেখেছে।