হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারীর চৌধুরীহাটে ছুরিকাঘাতের ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাস নিহত হয়েছেন।

সম্প্রতি চৌধুরী হাটের একটি ফুলের দোকানের সামনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনার জেরে এই হত্যাকা- সংঘটিত হয়। এ সময় তামিম নামের আরও একজন গুরুতর আহত হন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন।

নিহত অপি দাস চৌধুরী হাটের মিন্টু টাওয়ারের মালিক মিন্টু দাসের ছেলে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন , “এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্জুর কাদের ভুঁইয়া জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। হত্যাকা-ে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”