রাজশাহী ব্যুরো : রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
অভিযোগ উঠেছে, আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে মো. রকি (২২) তাকে হত্যা করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, রকি মাদকাসক্ত ছিলেন এবং নানা অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রকি তার ফুফু আফি খাতুনের কাছে টাকা চাচ্ছিলেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি কয়েক দফা ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আফি খাতুন মারা যান। ঘটনার পর স্থানীয়রা রকিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলেও তিনি পালিয়ে যান। এলাকাবাসী জানান, নিহত আফি খাতুন অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পবা থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানায়।
ক্লুলেস হত্যার আসামি আটক : রাজশাহীর পুঠিয়ায় ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হওয়া এক বৃদ্ধার ক্ষতবিক্ষত লাশকে ঘিরে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফিরোজকে (২৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। বুধবার (২৭ আগস্ট) বিকেলে ঢাকার সাভার থানাধীন কলমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফিরোজ রাজশাহীর পুঠিয়া উপজেলার উজালপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে।
উল্লেখ্য, গত ২৬ মে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গৃহিণী ওই বৃদ্ধা ছাগল আনতে উজালপুর বিলে যান। কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি।
সন্ধ্যার পর তার ছেলে এরশাদ ফুফাতো ভাইকে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন, তার মায়ের দুটি ছাগল বাধা অবস্থায় আছে। এসময় ঘটনাস্থল থেকে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে উজালপুর গ্রামের ইদ্রিসের ভুট্টা ক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়। তার মুখ ও গলা ওড়না দিয়ে পেঁচানো ছিল। নিহতের ছেলে লাশ শনাক্ত করেন।