ময়মনসিংহে কলেজছাত্র ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় দুইজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মো. রেজাউল করিম দুলাল তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন, নগরীর পাটগুদাম কাশবন এলাকার নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিস ডায়মন্ড। খোরশেদ পলাতক। সাদ্দাম ও পাভেল নামের দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার রৌহা মধ্যপাড়ার মাওলানা জালাল উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিল ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

২০১৮ সালের ১৮ জানুয়ারি রাতে বাবার জন্য ওষুধ কিনতে বের হলে কেওয়াটখালি এলাকায় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে বাকবিতন্ডা ও ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে ছিনতাইকারীরা খলিলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন খলিলের ভগ্নিপতি সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মো. আকরাম হোসেন।