লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকায় ২ কেজি গাঁজাসহ মো: দ্বীন ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১০ এর একটি দল। বুধবার সকাল ৭ টা ২০ মিনিটের সময় র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু উত্তর থানার পূর্ব পাশে কাজিরপাগলাগামী এলাকায় থেকে তাকে আটক করে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর) সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক ব্যাবসায়ীর কাছ থেকে উদ্বারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা। মাদক ব্যবসায়ী দ্বীন ইসলাম জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার মো. মর্তুজা আলীমের ছেলে।