ধুনট সংবাদদাতা : বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুই নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামে ঘটনাটি ঘটে। প্রতিপক্ষের এ হামলার ঘটনায় আহতরা হলেন- জোড়শিমুল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আশাদুল ইসলাম (৫৫), তার স্ত্রী মুন্নি খাতুন (৪৯), বৃদ্ধা মা মনেদা খাতুন (৭০), দুই ভাই কাজেম (৫৬) ও ঠান্ডু মিয়া (৫৫)। তাদের মধ্যে কাজেম ও ঠান্ডু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশাদুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নামে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ধুনট থানার ডিউটি অফিসার এসআই আমিনা জানান, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেরপুর : বাংলাদেশের সীমান্ত এলাকা বারবার মাদক পাচারের রুটে পরিণত হচ্ছে। ভারতীয় মদ, গাঁজা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য চোরাচালানকারীরা বিভিন্নভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। তবে বিজিবির নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির কারণে পাচারকারীদের এসব প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। বাবেলাকোনায় রাতের অভিযান শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা পাহাড়ি গ্রামে গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে ২৮৪ বোতল ভারতীয় ব্যান্ডের মদ উদ্ধার করেছে বিজিবি।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের নির্দেশে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা।
সামাজিক বিপর্যয়ের শঙ্কা : মাদক শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, সামাজিক স্থিতিশীলতাকেও নষ্ট করছে। সীমান্ত দিয়ে প্রবেশ করা এসব মদ ও মাদক দ্রব্য যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়লে তারা আসক্ত হয়ে পড়ছে। এর ফলে পরিবার ভাঙন, অপরাধ প্রবণতা, শিক্ষার প্রতি অনাগ্রহ, এমনকি সহিংসতা পর্যন্ত দেখা দিচ্ছে।
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি ও অরক্ষিত জনপদগুলো চোরাচালানকারীরা সহজ টার্গেট হিসেবে ব্যবহার করছে। বাবেলাকোনা, ঝিনাইগাতী, নালিতাবাড়ীসহ বিভিন্ন এলাকার সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে মাদক ব্যবসায়ীদের সক্রিয়তা দীর্ঘদিনের সমস্যা। তবে সাম্প্রতিক সময়ে বিজিবি অভিযানে বারবার বড় ধরনের মাদক চালান ধরা পড়ছে, যা সীমান্ত নিরাপত্তার জন্য ইতিবাচক দিক।
সখিপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখিপুরের ১ নং কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামে সোহেল মিয়ার বাড়িতে এক দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা হয়েছে। জানা যায়, উক্ত সোহেল মিয়া এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী। সোহেল মিয়ার বাড়ি থেকে এলাকার কিছু সন্ত্রাসী কয়েকদিন পূর্বে তার মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। কৌশলে সোহেল মিয়া তাদের কাছ থেকে মোটর সাইকেলটি উদ্ধার করেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের অভিযানে অবশেষে ধরা পড়ল খুন মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ মানিক (২৮)। গত ৩০ সেপ্টেম্বর ভোরে কানাইডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীপুর (মাগুরা) : মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে লক্ষাধিক টাকার চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। গতকাল সকালে উপজেলার কুমার নদের বটিয়াখালি ও দেবীনগর খালে অভিযান চালিয়ে জব্দকৃত বিপুল পরিমান চায়না দোয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।