গাজীপুরে ‘ডিবি পুলিশথ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় এক কোটি টাকা লুটের ঘটনায় দুই ভাইসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযানে উদ্ধার হয়েছে লুট করা ২২ লাখ ৫৫ হাজার টাকা।

শুক্রবার (২ মে) বিকেলে পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুরের আব্দুর রহমান ওরফে রাজন (২৮), কিশোরগঞ্জের রবিউল ইসলাম (৩০), পটুয়াখালীর দুই ভাই উজ্জল ওরফে আমিনুর (৩৬) এবং মিরাজ (২৫)। রাজন প্রতিষ্ঠানটির সুপারভাইজার ছিলেন, আর বাকিরা বিভিন্ন অপরাধে জড়িত থাকতেন।

পিবিআই জানায়, গত ১৪ এপ্রিল বিকেলে গাজীপুর মহানগরের বাসন থানার আউটপাড়া এলাকার রিয়াজ টাওয়ারে ‘মাল্টি পয়েন্ট বিডিথ নামের একটি নগদ বিতরণকারী প্রতিষ্ঠানে ঢুকে পড়ে ৩-৪ জন দুর্বৃত্ত। তারা ‘ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে কর্মকর্তাদের জিম্মি করে মারধর করে এবং ভল্টে থাকা ৯৮ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

পরদিন প্রতিষ্ঠানটির জিএম মোহাম্মদ একরামুল হক বাদী হয়ে বাসন থানায় মামলা করেন। তদন্তে নামে পিবিআই। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার ফকিরাপুল, গাজীপুর এবং ভোলায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত টাকার ২২ লাখ ৫৫ হাজার টাকা। আদালতে হাজির করা হলে রাজন, উজ্জল ও মিরাজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা জানান, সুপারভাইজার রাজন অফিসের অভ্যন্তরীণ তথ্য দিয়ে রবিউলদের সঙ্গে পরিকল্পনায় যুক্ত হন।

প্রতিষ্ঠানে প্রতি মাসে গার্মেন্টসের কোটি টাকার বেতন ক্যাশ থাকতো এবং অনলাইনে জুয়ার লেনদেন হতো—এমন তথ্য দিয়েই তারা হামলার পরিকল্পনা করে। উজ্জল নিজেকে মিন্টো রোডে কর্মরত ডিবি সদস্য পরিচয়ে অপরাধ করতেন বলে জানা যায়।

পিবিআই জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার ও বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।