স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে হায়দার ইসলাম (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আল-আমীন (২৫) নামে আরেক জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হায়দার ইসলামের বাড়ি রাঙ্গামাটির লংগদু উপজেলার জালালাবাদ গ্রামে, তিনি সোলেমান বেপারীর ছেলে। আহত আল-আমীন ফেনীর মহিরহাট গ্রামের মহন দালালের ছেলে। গুরুতর আহত আল-আমীনকে পুলিশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

এলাকাবাসী জানিয়েছেন, সম্প্রতি গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটার পর রাতের দিকে গ্রামবাসী পাহারার ব্যবস্থা করেছিল। বুধবার ভোরে হায়দার ও আল-আমীনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে গ্রামের মানুষদের সন্দেহ হয়। একজনকে আটক করলে তার সঙ্গে থাকা ৫ থেকে ৭ জন পালিয়ে যায়। পরে পাশের ভৌরাগাটা এলাকার লোকজন এক সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে গেলে তার অসংলগ্ন কথাবার্তা শুনে গণপিটুনি দেয়।

ওসি তৌহিদ আহমেদ জানান, নয়াপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে স্থানীয়রা হায়দার ও আল-আমীনকে আটক করে। পরে তাদের কাছ থেকে দা ও ছুরি উদ্ধার করা হয়, যা নিয়ে উত্তেজিত এলাকাবাসী গণপিটুনিতে লিপ্ত হয়। পুলিশ তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত হায়দার ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।