রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে তিন নারী মাদককারবারিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সম্প্রতি রূপগঞ্জ থানার একটি পুলিশ টিম উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ টঙ্গির ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। পরে মাদক আইনে তাদের নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার রকিবুজ জামান রনির স্ত্রী ফাতেমা আক্তার ওরফে কানিজ ফাতেমা (৩০), অনিকের স্ত্রী শ্রাবন্তী আক্তার (২০), কামাল হোসেনের স্ত্রী নীলুফার ইয়াসমিন (৫০)। রবিবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, আমাদের কাছে খবর আসে উপজেলার মাহমুদাবাদ টঙ্গির ঘাট এলাকায় কয়েকজন নারী মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রি করছে। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করে তিন নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছি। এ সময় তাদের কাছে রক্ষিত ১৫৫ বোতল ফেনসিডিল,মাদক বিক্রির নগদ ১০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ফেনসিডিল সংগ্রহ করে উপজেলার বিভিন্ন জায়গায় মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিলেন। তাদের স্বামীরা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অপরাধ
১৫৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩ নারী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে তিন নারী মাদককারবারিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
Printed Edition
