গাজীপুরে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুইটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার জিএমপির গাছা থানার ওসি, আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

আহত আশিক চৌধুরী (৩২) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের আলম চৌধুরীর ছেলে। স্থানীয় পুলিশ ও আশিকের সহকর্মীরা জানান, তিনি গাজীপুরে ভাড়া বাসায় থাকেন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) পদে কর্মরত।

গত শনিবার আশিক অটোরিক্সায় মহানগরীর বড়বাড়ী থেকে বোর্ড বাজার যাচ্ছিলেন। পথে গাছা সড়কের মাথায় তিন ছিনতাইকারী যাত্রীবেশে থাকা অবস্থায় তার কাছ থেকে নগদ ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় ছিনতাইকারীরা চাপাতি ও দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তারা দেড় লাখ টাকা ও দুইটি মোবাইল নিয়ে অটোরিক্সা চালকের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা আশিককে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে পাঠায়। জিএমপির গাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।