সাতক্ষীরার শ্যামনগরে মাদক সেবনকালে ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নকিপুর জমিদারবাড়ি সংলগ্ন এলাকায় ওই দুই যুবককে স্থানীয় জনগন গাঁজা সেবনের অভিযোগে আটক করে।
পরবর্তীতে তাদেরকে ভ্রাম্যমান আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্যাহ আল রিফাত ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় শ্যামনগর থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
কারাদন্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন নকিপুর গ্রামের বাবলু সরদারের ছেলে মাহিম (১৯) ও জাহিদুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম (২১)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্যাহ আল রিফাত বলেন, স্থানীয়দের হাতে দুই গাজাসেবী আটকের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে তাদের উভয়েকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এধরনের কার্যক্রম অব্যহত থাকবে তিনি জানান।
শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারাদন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।