গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৭ জন নারী ও পুরুষকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ৩০ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বাসন থানাধীন তেলিপাড়া এলাকার তাজমহল আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে হোটেল ম্যানেজার, স্টাফসহ অনৈতিক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে হোটেল তাজমহলের ম্যানেজার শাকিল আহমেদ (৩৮), হোটেল স্টাফ মোঃ বাদশা (২৫), মোঃ সবুজ (২৩) ছাড়াও বিভিন্ন জেলার নারী ও পুরুষ রয়েছেন, যারা অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

বাসন থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-এর ১১, ১২ ও ১৩ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ সংক্রান্ত মামলার নম্বর ৩৫, তারিখ ৩০/১২/২০২৫ ইং।

পুলিশ আরও জানায়, অনৈতিক কার্যকলাপ ও মানব পাচার সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।