স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্রে আজিম উদ্দিন কলেজ রোডের সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের সরকারি বাসভবন ‘গোধূলী'তে সংঘটিত হয়েছে দূর্ধর্ষ চুরির ঘটনা। গত শনিবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ঘটে এ ঘটনা। সোমবার সকালে আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, একইসঙ্গে অতিরিক্ত মহানগর দায়রা জজ বাসায় অনুপস্থিত ছিলেন। এই সুযোগে শনিবার রাত সাড়ে ১১টা থেকে রোববার সকাল পৌনে ১১টার মধ্যে চোরের দল ‘গোধূলী' বাংলোর বারান্দার মূল ফটক ভেঙে ঘরে প্রবেশ করে এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল প্রায় ১০ কেজি বৈদ্যুতিক তামার তার, ২টি বাথরুমের ফিটিংস, বিভিন্ন ধরনের রান্নাঘরের সরঞ্জাম, ৩৭ হাজার টাকার পোশাক ও ব্যাগ, ১টি প্রেসার কুকার, ১টি রাইস কুকার, ১টি ওভেন, টর্চলাইট, পানির পাইপসহ মোট ১ লাখ ১ হাজার ৫৫০ টাকার মালামাল।
রোববার সকাল পৌনে ১১টার দিকে আদালতের অফিস সহায়ক আল আমিন ফকির ও আনিস বাসায় গিয়ে প্রধান ফটক ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি বিচারককে অবহিত করলে বিচারক নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন।
মামলার বাদী নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী জানান, “চুরির ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃসাহসিক ও উদ্বেগজনক।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মেহেদী হাসান বলেন, “চুরির ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করা এবং এলাকায় বাড়তি টহল কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।