অপরাধ
গৃহকর্তাকে গাড়ি চাপা দিয়ে গরু চুরি করে পলায়ন
মানিকগঞ্জের সাটুরিয়ায় চুরি করা গরু বহনকারী গাড়ি থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন সবুর উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি। সোমবার মধ্যে রাতে উপজেলার তিল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুর উদ্দিন আকাশি গ্রামের মৃত পন্ডিত আলীর ছেলে।
Printed Edition
মানিকগঞ্জের সাটুরিয়ায় চুরি করা গরু বহনকারী গাড়ি থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন সবুর উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি। সোমবার মধ্যে রাতে উপজেলার তিল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুর উদ্দিন আকাশি গ্রামের মৃত পন্ডিত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবুর উদ্দিনের মেয়ে নার্গিস আক্তারের শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী দৌলতপুর থানার ঘড়িয়ালা গ্রামে। সোমবার রাতে তার বাড়িতে থেকে দুটি গরু চুরি করে একটি গাড়ি নিয়ে মানিকগঞ্জ মুখি যাচ্ছিল সংঘবদ্ধ চোর। বিষয়টি জানতে পেরে সবুর তার ভাই শওকতকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করেন। চোররা গাড়ি না থামিয়ে সবুর উদ্দিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুত্বর আহত হন এ বৃদ্ধ। তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, সবুর উদ্দিনের ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চোর চক্রকে ধরতে তদন্ত শুরু করেছি।