চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার পাহাড়িকা হাউজিং সোসাইটিতে এক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। স্ত্রীকে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যার পর জানালার গ্রিল কেটে পালিয়েছে ঘাতক স্বামী। সম্প্রতি এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ফাতেমা বেগম (৩২) স্বামী মো. সুমনের সঙ্গে পাহাড়িকা হাউজিং সোসাইটির আর কে টাওয়ারের দশম তলায় বসবাস করতেন। স্বামী সুমন পেশায় একজন গাড়িচালক।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাতেমা বেগমের মৃতদেহ উদ্ধার করে। ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে আঘাত করা হয় যে, তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘাতক স্বামী সুমনকে ধরে ফেলে এবং নিচতলার একটি কক্ষে আটকে রাখে। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই সে জানালার গ্রিল কেটে পালিয়ে যায়।

এ হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহকে কারণ হিসেবে ধারণা করছেন স্থানীয়রা। তারা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাতেও এমন ঝগড়ার একপর্যায়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।