স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর গাছা থানার কলমেশ্বর রোকেয়া স্মরণী স্কুল রোড এলাকার এক বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনার পর পুলিশের দ্রুত অভিযানে দুর্ধর্ষ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ১০ আগস্ট রাত ৩টা ১৫ মিনিট থেকে ৫টার মধ্যে সংঘটিত এ ডাকাতিতে নগদ ২ লাখ টাকা, চারটি হাতঘড়ি, স্বর্ণালংকারসহ ছয় ভরি স্বর্ণ, একটি দামি হাতঘড়ি, জামদানী শাড়ি, তিনটি স্যামসাং স্মার্টফোন, তিনটি বাটন মোবাইলসহ মোট প্রায় ৯ লাখ ৭ হাজার টাকার মালামাল লুট করে ডাকাতরা।
এ ঘটনায় ১১ আগস্ট বাদী গাছা থানায় মামলা করলে অফিসার ইনচার্জ, গাছা থানা, জিএমপি, গাজীপুর মামলাটি দ্রুত রুজু করেন। পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুরের তত্ত্বাবধানে ও উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন) এবং অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের সমন্বয়ে গঠিত চৌকস টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রথমে নরসিংদীর মাধবদী থেকে ২ জনকে গ্রেফতার করে। পরে তাদের তথ্য অনুযায়ী ঢাকা দক্ষিণখান এলাকা থেকে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে লুন্ঠিত নগদ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারালো দা, একটি লোহার সাবল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটকরা হলো—নরসিংদীর মাধবদী থানার দিঘীরপাড় এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ শামীম (৩৫),একই জেলা থানার রাইনদি এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ মোশরাফ (৪২), শরীয়তপুর জেলার সখিপুর থানার বাংলাবাজার এলাকার মোঃ মুজিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম মানিক (২০), রংপুরের বদরগঞ্জ থানার মধুপুর কাজীপাড়া এলাকার মোঃ মোমিনুল ইসলামের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে অভি (২০), ঢাকার উত্তরখান থানার মাজারপাড়া এলাকার মোহাম্মদ ইফতেখার আহমেদের ছেলে আজিজুল আহম্মেদ ওরফে সামি (২০) এবং কুমিল্লা চৌদ্দগ্রাম থানার দেড়কুটা এলাকার মোঃ বেলাল আহমেদের ছেলে শাহদাত হোসেন শীতল (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার শামীমের বিরুদ্ধে মাদক, ডাকাতি, চুরি ও দস্যুতাসহ অন্তত ৯টি মামলা রয়েছে। এছাড়া মানিক ও অভির বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল এবং গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।