সংবাদদাতা : নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের ১নং ওয়ার্ডে চাটখিল সোনাইমুড়ী মহাসড়কের পাশের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। সোমবার দুপুর ২ ঘটিকার সময় এলাকার লোকজন খালে লাশটি দেখতে পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশকে জানান। সোনাইমুড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
১নং জয়াগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো.মহিউদ্দিন মোহন বলেন, লাশটি যে স্থানে পাওয়া গেলো তা হলো আমাদের এসোগড়ী আউয়াল ভাইয়ের ডোবায়। প্রাথমিক পর্যায়ে বয়স্ক একজন ব্যক্তি বলেন, তার ছেলের লাশ এটি। তবে ডিএনও টেস্টের মাধ্যমে যাচাই-বাছাই পরে জানা যাবে লাশটি প্রকৃত মালিক কে?
সোনাইমুড়ী থানার এস আই সুভাষ পাল বলেন, স্থানীয় হারুন মেম্বার আমাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে জানালে আমরা দ্রুত স্পটে যাই।প্রাথমিকভাবে অজ্ঞাত কোন পুরুষ ব্যক্তির লাশ বলে ধারণা করছি আমরা।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন,লাশটি আমরা উদ্ধার করে থানায় নিয়ে আসি। অজ্ঞাত লাশটি শনাক্তের কাজ চলমান রয়েছে।