দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার হোমনায় শান্ত চন্দ্র দাস (১৮) নামে এক তরুণ অটোরিকশা চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ১২ ডিসেম্বর হোমনা পৌরসভার কারারকান্দি বাহের খোলা রোডের একটি ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যেই এই হত্যাকা- ঘটানো হয়েছে।নিহত শান্ত হোমনা উপজেলার বিজয় নগর গ্রামের গ্রামপুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন শান্ত। রাত ৮টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে থানায় খোঁজ নিতে গিয়ে তারা কারারকান্দি এলাকায় একটি মরদেহ পাওয়ার খবর পান এবং ঘটনাস্থলে গিয়ে শান্তর লাশ শনাক্ত করেন।নিহতের বড় ভাই অন্তু চন্দ্র দাস বলেন, “বিকেলে বের হওয়ার পর রাত ৮টা থেকে ভাইয়ের ফোন বন্ধ ছিল। সারারাত অনেক খুঁজেছি কিন্তু পাইনি। সকালে কারারকান্দিতে গলাকাটা লাশ পাওয়ার খবর শুনে গিয়ে দেখি আমার ভাইয়ের নিথর দেহ পড়ে আছে। অটোরিকশাটি ছিনতাই করতেই কে বা কাহারা আমার ভাইকে এভাবে মেরে ফেলেছে।”ছেলের এমন নৃশংস মৃত্যুতে ভেঙে পড়েছেন গ্রামপুলিশ বাবা অরুণ চন্দ্র দাস। তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, “শান্ত অটোরিকশা চালিয়ে আমাদের পরিবারে সাহায্য করত। অটোরিকশাটি ছিনতাই করতেই তাকে খুন করা হয়েছে। আমি আমার নিরপরাধ ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার চাই।”ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী। তিনি জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠিয়েছে। ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকা- এবং এর পেছনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্য থাকতে পারে। আমরা অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি এবং এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”