গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত দক্ষিণ বাংলা নামে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ১০ নারী এবং ৩ খদ্দেরসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
জিএমপি’র বাসন থানার ওসি, মো. শাহীন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেল থেকে ১০ জন নারী যৌণকর্মীসহ ৩ জন খদ্দের ও দালালকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল কর্মচারীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার আদালতে প্রেরণ করা হবে।