গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে গলায় পেরেক ঢুকিয়ে ইসমাইল পালোয়ান (৪৭) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে তার চাচাতো ভাই ও তার সহযোগীরা। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার দুর্বাটি এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইসমাইল পালোয়ান কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি এলাকার মৃত আলাউদ্দিন পালোয়ানের ছেলে। পেশায় তিনি একজন ভেষজ ও হারবাল ওষুধ বিক্রেতা ছিলেন এবং এলাকায় ফেরি করে ওষুধ বিক্রি করতেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ আলাউদ্দিন স্থানীয়দের বরাতে জানান, দীর্ঘদিন ধরে ইসমাইল পালোয়ানের সঙ্গে তার চাচাতো ভাই তোফাজ্জল পালোয়ানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ইসমাইল পালোয়ান বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে গেলে তোফাজ্জল পালোয়ান কয়েকজন সহযোগীসহ সেখানে গিয়ে জমিটি নিজেদের দাবি করে ধান কাটতে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাগি¦তণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তোফাজ্জল ও তার সহযোগীরা ইসমাইলকে মারধর করে এবং তার গলায় মোটা পেরেক ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইসমাইল পালোয়ানকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোঃ আলাউদ্দিন আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। অভিযুক্তরা ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।