উল্লাপাড়া, সিরাজগঞ্জ সংবাদদাতা :

উল্লাপাড়া উপজেলার চয়ড়া গ্রামের দুই কৃষকের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে লাখ টাকার খড় পুড়ে গেছে বলে দাবি কৃষকের।

রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উধুনিয়া ইউনিয়নের চয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক আব্দুর রাজ্জাক সরকার জানান, গভীর রাতে কে বা কাহারা খড়ের গাদায় আগুন দিয়েছে। কেউ হয়তো পরিকল্পিত ভাবে এমন ক্ষতি করেছে। আমার ৮টি গরু রয়েছে। তাদের জন্য মানুষের কাছ থেকে প্রায় ১ লাখ টাকার কিনে খড়ের গাদা তৈরি করেছি। আগুনে সব খড় পুড়ে গেছে। আমার ছোট ভাই আব্দুল মজিদ সরকারের ১০টি গরু রয়েছে। তার খড়ের গাদাও পুড়ে শেষ হয়ে গেছে। এতোগুলা গরু নিয়ে আমরা এখন দিশেহারা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘খবর পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।