ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সদরের দোগাছী ইউনিয়নের হারানঘাট গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের জেরে পুলিশের পিকআপ ভাঙচুর ও সরকারি কাজে বাধাদানের ঘটনায় সদর থানা পুলিশ একটি মামলা দায়ের করেছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
এজাহারে নাম উল্লেখ করে ৩৩ জন ও অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এজাহারনামীয় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- বেড়বাড়ি গ্রামের তিতাস হোসেন, জাহিদ বিশ্বাস, আতিরুল ম-ল, আক্কাস আলী ও সাইফুল ইসলাম।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার বিকেলে হারানঘাট এলাকায় বিপদে পড়া দুই ব্যক্তিকে উদ্ধারের পর পুলিশের নারিকেলবাড়িয়া ক্যাম্পের পিকআপ গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। সরকারি কাজে বাধা দেয়ায় ওই রাতেই মামলা দায়ের করা হয়। তিনি আরও জানান, মামলার পর রাতেই দোগাছী, হারানঘাট ও বেড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৫ আসামকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।