বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালিয়েছেন জয় সাহা (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতা। এ ঘটনায় এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
জয় সাহা (৩০) বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নগরীর বেলতলা এলাকার যুগল কৃষ্ণ সাহার ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক আসামিকে গ্রেফতার করে থানায় আনার পর নাম-ঠিকানা লিখে গারদখানায় নিয়ে যাওয়ার সময় দৌড়ে পালিয়ে যান জয়। পালিয়ে যাওয়া এ আসামিকে গ্রেফতার করতে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
থানা সূত্রে জানা যায়, রাইডার রাব্বি গ্রুপের সদস্য এই জয় সাহা। গত পাঁচ মাস আগে বরিশাল আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা করা মামলার ৬ নম্বর আসামি তিনি।
এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার রাত ৮টার দিকে নগরীর মহসিন মার্কেট এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম জয়কে গ্রেফতার করে। এরপর রাত ৯টার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, জয়কে গ্রেফতার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে পুলিশ সদস্য রাজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।