দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল এলাকাবাসী ও নিজের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় নিজ বাসভবন সিংগুলা গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিল অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ায় সাধারণ মানুষ নানা সমস্যায় তার কাছে আসেন। কিন্তু ওই সময় যুবদল নেতা মিজান, রুবেল ও মহিউদ্দিনের নেতৃত্বাধীন স্থানীয় কিশোর গ্যাং তার বাড়িতে আসা লোকজনকে মারধর করছে। তারা এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে এবং তিনি এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে নানা হুমকি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আমার বাড়িতে যাতায়াত করার কারণে গ্রামের চারটি বাড়ি ভাঙচুর করেছে, এক নারীকে মারধর করেছে এবং স্থানীয় হালিম বিক্রেতার ভ্যান ভেঙে দিয়েছে। গত ১৭ আগস্ট আমার বাড়ির পাশে যুবদল নেতা মিজান আমার সঙ্গী ছাত্রদল নেতা কাউসারকে হাত-পা কেটে ফেলার হুমকি দিয়েছে।”
ইব্রাহিম খলিল আরও বলেন, “আওয়ামী লীগের আমলেও আমাকে কখনো পথরোধ করা হয়নি। অথচ বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতনের পর কিশোর গ্যাংয়ের নেতৃত্বে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।”
তিনি দাবি করেন, বিষয়টি তিনি ইতোমধ্যে দলের হাই কমান্ডকে অবহিত করেছেন। এ অবস্থায় এলাকাবাসী ও নিজের নিরাপত্তার স্বার্থে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।