DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

অপরাধ

সংগ্রাম সংবাদাতার বাসায় চুরি

দৈনিক সংগ্রামের কুমিল্লা সংবাদদাতা রেজাউল করিম রাসেলের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নগরের আশ্রাফপুর এলাকা মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি জিডি করেছেন তিনি।

কুমিল্লা অফিস

দৈনিক সংগ্রামের কুমিল্লা সংবাদদাতা রেজাউল করিম রাসেলের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নগরের আশ্রাফপুর এলাকা মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি জিডি করেছেন তিনি।

সাংবাদিক রাসেল জানান, পরিবার নিয়ে দীর্ঘদিন আশ্রাফপুর এলাকায় থাকেন। গত রাতে তার আম্মা বাসায় ছিলেন না। শুধু স্ত্রী আর সন্তানদের নিয়ে তিনি বাসায় ছিলেন। রাতে চোর তার ভেলকনি দিয়ে উঠে বাসার কৌশলে একটি লোহার রডকে ব্যবহার করে দরজা খোলে। পরে ওই দরজা দিয়ে ঘরে প্রবেশ করে।

তিনি বলেন, ঘরে থাকা দুটি স্মার্টফোন, দুটি ল্যাপটপ, নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আমার ল্যাপটপ ও মোবাইলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল। আমি সদর দক্ষিণ থানায় জিডি করেছি।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, চুরির ঘটনাটি আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ইপিজেড ফাঁড়িকে বিষয়টি দেখার জন্য বলেছি। অপরাধীদের সনাক্তে তারা কাজ করছেন।