গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ বিশেষ অভিযানে ছিনতাইয়ের ঘটনায় এজাহারভুক্ত ১০ মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে। এ সময় ভিকটিমের ব্যবহৃত স্মার্টফোনসহ মোট ৫টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার, রবিউল হাসান জানান, গত ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ীর শামসুল হক (৩৩) চান্দনা চৌরাস্তা ময়মনসিংহ রোডস্থ সুরমা হোটেলের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় গ্রেফতারকৃত দুই আসামীসহ তাদের আরও দুই সহযোগী হাতে চাকু নিয়ে তাকে ঘিরে ফেলে। হত্যার হুমকি দিয়ে তারা শামসুল হকের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা এবং তার ব্যবহৃত ওয়ান প্লাস (মূল্য ৪১ হাজার টাকা) ব্র্যান্ডের স্মার্টফোন ছিনতাই করে পালিয়ে যায়।
পরে শামসুল হক বাসন থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। প্রথমে মূল আসামী সাব্বির হোসেন (২০)-কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্বিতীয় আসামী মোঃ জসিম উদ্দিন (৪০)-কে গাজীপুর সদর থানা এলাকায় মদিনা নগর মসজিদ সংলগ্ন ভাড়া বাসা থেকে গ্রেফতার করে। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে ভিকটিমের ছিনতাইকৃত ফোনসহ আরও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
পরবর্তীতে ভিকটিম শামসুল হকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাসন থানায় এফআইআর নং-৩৪, তারিখ-২৬/০৯/২০২৫, ধারা-৩৯২/৪১১ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি
সাব্বির হোসেন (২০) পীরগঞ্জের রাজু মিয়ার ছেলে। এছাড়া অপর গ্রেপ্তারকৃত মোঃ জসিম উদ্দিন (৪০) কিশোরগঞ্জের মিঠাইন থানার সাইলদিঘা গ্রামের ইসলাম উদ্দিন এর ছেলে।বর্তমানে তারা গাজীপুর মহানগর এলাকায় বসবাস করে।
এ ঘটনায় বাসন থানা পুলিশের সফল অভিযানকে এলাকাবাসী স্বস্তি হিসেবে দেখছে।