রাজশাহীর দুর্গাপুরে খুনের মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় কুপিয়ে জখম করা হয়েছে নিহতের স্ত্রী ও ছেলেকে। গত রোববার উপজেলার মাড়িয়া ইউনিয়নের অনন্তহোজাকান্দি গ্রামের অনন্তকান্দি বিলে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ আলী (৬৮) ওই গ্রামের বাসিন্দা। আর আহতরা হলেন, নিহতের স্ত্রী লাইলী বেগম (৬০) ও ছেলে মাসুম আলী (২৮)। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে ওই গ্রামের একটি পান বরজে ওয়াজেদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেরা সাড়ে ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এলাকাবাসী জানায়, একটি হত্যা মামলায় জামিনে বেরিয়ে ওয়াজেদ আলী অনেকদিন গ্রামে ছিলেন না। প্রতিপক্ষের হামলার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতেন। শুক্রবার রাতে তিনি নিজ বাড়িতে ফিরেছিলেন। কিন্তু প্রতিপক্ষ পূর্ব পরিকল্পনা মোতাবেক তাকে কুপিয়ে হত্যা করে।