গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সংঘটিত একটি বড় ধরনের ডাকাতির ঘটনার ৪৮ ঘণ্টারও কম সময়ে রহস্য উদঘাটন করে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করেছে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট। শনিবার ভোররাতে ডিএমপি’র সবুজবাগ থানার নন্দীপাড়া ৬ নাম্বার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিআইডি সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাতে ধীরাশ্রম এলাকার বাসিন্দা মো. আব্দুল সোবহানের বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে। ডাকাত দল ধারালো রামদা, চাপাতি, কিরিচ, ছোরা, লোহার রড ও বড় আকারের কাটারসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা বাড়ির সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে প্রায় অর্ধঘণ্টা ধরে লুটপাট চালায়। এসময় স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ আনুমানিক ২২ লাখ ৭৬ হাজার ৫৭৫ টাকার মালামাল লুট করা হয় এবং বাড়ির কয়েকজন সদস্য ও ভাড়াটিয়াকে শারীরিকভাবে আঘাত করা হয়। এ ঘটনায় গাজীপুর সদর থানায় ডাকাতির মামলা রুজু করা হয়। পরে মামলাটি দ্রুতই সিআইডির অধীনে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়।

সিআইডির ছায়া তদন্তে ডাকাত দলের সর্দার মনিরকে চিহ্নিত করা হয়। পরবর্তীতে বিশেষ অভিযানে শনিবার রাত ১টা ৩০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত একটি মোবাইল ফোন, ছয়টি ককটেল, ডাকাতির কাজে ব্যবহৃত ১১টি টর্চলাইট এবং একটি কাটার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, মনিরের বিরুদ্ধে আগেও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় মামলা নং-০১, তারিখ ০২/০৬/২০০৭, ধারা ৩৭৯/৪১১ দণ্ডবিধি এবং অপরটি ডিএমপি ঢাকার সবুজবাগ থানায় মামলা নং-২৬, তারিখ ২০/০৭/২০১৭, ধারা ১৪৩/৪২৭/৪২৮/৩৭৯/৩৮৫/৩০৭/৫০৬/৩৪ দণ্ডবিধি।

গ্রেফতারকৃত আসামিকে ডাকাতির ঘটনার সঙ্গে সহযোগীদের তথ্য উদঘাটনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদনসহ আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও সংঘবদ্ধ অপরাধ দমনে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।