স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার বিশেষ অভিযানে ৪৮ কেজি গাঁজা ও একটি নীল রংয়ের পিকআপ ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে জিএমপি সদর মেট্রো থানাধীন শিববাড়ী মোড়ের সাতক্ষীরা হোটেলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ সোহেল মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, একই দিন রাত ২টা ৫৫ মিনিটের দিকে সদর থানার একটি অভিযানিক দল পশ্চিম জয়দেবপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিববাড়ী মোড় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি নীল রংয়ের পিকআপ ট্রাক আটক করে এবং তল্লাশি চালায়।
পিকআপ ট্রাকের বডির নিচে বিশেষ কায়দায় কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি করে মোট ২৪টি প্যাকেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৪৮ কেজি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহেল মিয়া স্বীকার করে, সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে এই পিকআপ ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামি নরসিংদী জেলার সদর থানার পশ্চিম দত্তপাড়া এলাকার বাসিন্দা, মৃত খালেক মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত মাদক ও যানবাহন জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।