শ্রীনগর (মুন্সিগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জ সিরাজদিখানে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গৃহশিক্ষকের সাথে পরকীয়া প্রেমের সম্পর্কের জন্য স্ত্রী এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়। গত রোববার (৬ এপ্রিল) দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি খুলনা পেট্টো মেক্স কোম্পানীর কর্মচারী তার নাম মোঃ মতিন চোকদার (৩৪)। তিনি সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের রড় শিকারপুর গ্রামের মৃত নূরুল ইসলাম চোকদারের ছেলে।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বলেন, নিহত ব্যক্তির স্বজনরা হত্যার অভিযোগ করছেন। বাদী হয়েছেন নিহতের মা আমেলা বেগম। কিন্ত লাশ দাফন কারা হয়ে গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।