স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানা এলাকা থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসরিন আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুদাব এলাকার রাশেদুল আলমের স্ত্রী।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আমিরুল ইসলাম জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এস আই, মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম কুদাব সাকিনস্থ রাশেদুল আলমের বাড়িতে অভিযান চালায়। এসময় নারী পুলিশের সহায়তায় আসামি নাসরিন আক্তারের দেখানো মতে তার ঘরের ওয়ারড্রপের ড্রয়ার থেকে ১০৫ পিস ভারতীয় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ দুই হাজার তিনশ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।