বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গাজীপুর মহানগরীর পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ আমিরুল ইসলাম (মুরাদ) কে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, শেখ মোঃ আমিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, পুবাইল থানা, গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংযুক্ত থাকবেন। তিনি তার দায়িত্বভার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট অর্পণ করে ২৮ অক্টোবরের মধ্যে জিএমপি হেডকোয়ার্টার্সে রিপোর্ট করবেন।

এর আগে, গত ২০ অক্টোবর পুবাইল থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এডভোকেট শামীম মৃধা গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ওসি আমিরুল ইসলাম ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যের ফেসবুক পোস্টে মন্তব্য করেন—জামায়াতের লোকেরা স্বাধীনতা বিরোধী, তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা তা গণভোটে নির্ধারণ হওয়া উচিত।

এ অভিযোগের পর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। জামায়াতের পক্ষ থেকে অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জাহিদুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রতিবেদন দিয়েছেন, যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।