গাজীপুর মহানগর সংবাদদাতা: গাজীপুর মহানগরীর পূবাইল থানার মীরের বাজার এলাকা থেকে পুলিশ পরিচয়ে প্রতারণা করা ৬ ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। এদের মধ্যে একজন সাবেক পুলিশ সদস্য রয়েছেন।
আটককৃতরা হলেন—নারায়ণকুল এলাকার সাব্বির রহমান (২৩), সীমান্ত খান (২০), হৃদয় (২০, সাবেক পুলিশ সদস্য), বসুগাঁও এলাকার আনন্দ মোল্লা (২২), ফাহিম সরকার (২৪), এবং হারবাইদ এলাকার শাহরিয়ার (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মীরের বাজার এলাকায় তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একটি গাড়ি ভাড়া করতে গেলে স্থানীয় লোকজন তাদের আচরণে সন্দেহ পোষণ করেন। পরে বিষয়টি পূবাইল থানা পুলিশকে জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পুলিশ সদস্য বলে স্বীকার করে এবং পুলিশ তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে পুলিশের জ্যাকেট, ক্যাপ, দুটি ওয়াকি-টকি, দুটি খেলনা পিস্তল, একটি হাতকড়া ও ছিনতাই-ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে পুলিশ ও ডিবি পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#