নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটে ফরিদা বেগম (২৪) নামে এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়ার অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে দেবর মোশারফ হোসেন, বাসুর মোস্তফা ও শ্বাশুড়ি জমিলা বেগমের বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের কালাচৌ গ্রামের বড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে। ফরিদা ওই গ্রামের দুবাই প্রবাসী সারোয়ার আলমের স্ত্রী ও জোড্ডা পুর্ব ইউনিয়ন পান করা গ্রামের হেদায়েত উল্লাহর মেয়ে। ফরিদার ফয়সাল(৭) ও ফাইজা(৩) নামে দুটি সন্তান রয়েছে। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।