গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) সংবাদদাতা: গোবিন্দগঞ্জ শহরে হাজী মার্কেটে অলংকার জুয়েলার্স নামে একটি স্বর্নের দোকান ও সেতু লাইব্রেরিতে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডের অলংকার জুয়েলার্সে গেল রাতে পাশ্ববর্তী সেতু লাইব্রেরী ভিতর দিয়ে দেয়াল কেটে এ চুরির ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ১০টার দোকান খুলে দেয়াল কাটা ও সিন্দুকে মুল্যবান স্বর্নগুলি না থাকায় তারা চুরির বিষয়টি বুঝতে পারেন। এসময় থানা পুলিশকে খবর দেয় হলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত অলংকার জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী কার্তিক চন্দ্র তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে না পারলেও তিনি বলেন,দোকানের সিন্দুকে থাকা বিভিন্ন ধরনের তৈরী গহনা সবই নিয়ে গেছে চোরেরা। সেতু লাইব্রেরির স্বত্বাধিকারী জানান, তার দোকানের নগদ টাকা,ল্যাপটপ ও কিছু দামী বই চোরেরা নিয়ে গেছে। মার্কেটের মালিক সাফায়েত হোসেন ডিউ জানান, এভাবে চুরি ব্যবসায়ীরা ব্যবসা কিভাবে করবে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান।
অপরাধ
গোবিন্দগঞ্জ শহরে স্বর্ণের দোকানে চুরি
গোবিন্দগঞ্জ শহরে হাজী মার্কেটে অলংকার জুয়েলার্স নামে একটি স্বর্নের দোকান ও সেতু লাইব্রেরিতে
Printed Edition
