আমতলী (বরগুনা) সংবাদদাতা : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর ঘটখালী বিএম অটো গ্যাস পাম্পের পাশে মঞ্জুু গাজীর মেশিনারিজ দোকানে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার পথে আমতলী থানা পুলিশ ধাওয়া দিলে ডাকাতদল লোকালয়ে প্রবেশ করে। ওই ডাকাতদলের সদস্য আমিরুল ইসলামকে (৪০) কে উপজেলার হাজার টাকার বাঁধ নামক এলাকা থেকে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই ডাকাতদলের আরেক সদস্যকে মহিপুর থানা আটক করেছে। তার নাম জানা যায়নি। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার হাজার টাকার বাঁধ এলাকায় সোমবার সকাল ১০ টার দিকে।
অপরাধ
আমতলীতে ডাকাত দলের দুই সদস্য আটক
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর ঘটখালী বিএম অটো গ্যাস পাম্পের পাশে মঞ্জুু গাজীর মেশিনারিজ দোকানে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার পথে