খিলগাঁও রেলগেটে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের উপর হামলা হয়েছে। হামলার অভিযোগে মুগদা মেডিকেলের এক চিকিৎককে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, খিলগাঁও রেলগেট ডিউটিকালিন সময়ে পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম সিগনাল ধরে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে প্রাইভেট কারে করে আসা একজন ভদ্রলোক কনস্টেবল রবিউলকে উদ্দেশ্য করে সিগন্যাল ছাড়তে দেরি হওয়ার কারনে রাগারাগি করেন। কনস্টেবল রবিউল প্রতিউত্তরে তার রাগারাগির কারণ জানতে চান। এতে উক্ত ভদ্রলোক আরো রাগান্বিত হয়ে চলে যান। চলে যাওয়ার সময় তিনি কনস্টেবল রবিউলকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ‌'আমি আবার আসতেছি' বলে চলে যান। ঘটনার দশ পনের মিনিট পর উক্ত ব্যক্তি ৪/৫ টি মোটরসাইকেল আরো লোকজন নিয়ে আসেন এবং কনস্টেবল রবিউল হাসানকে উপর্যুপরি লাথি কিল ঘুষি মারতে থাকেন। এ সময় বিট অফিসার এ এস আই রবিউল হাসান হাসানকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এরপর খিলগাঁও থানাকে ঘটনা জানানো হলে থানার এসআই মো: গুলযার হোসেন আসামী ডাঃ মোহাম্মদ আনোয়ার হোসেনকে গ্রেফতার করেন। ডাঃ আনোয়ার মুগদা মেডিকেলে চাকরি করেন বলে জানা গেছে।