হাটহাজারী সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুকে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদ।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে রোববার বিকেলে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসির নীরব ভূমিকার অভিযোগ এনে তাঁকে প্রত্যাহারের দাবি জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। একই দাবিতে রাতে বিক্ষোভও করেন শিক্ষার্থীরা।
বর্তমান হাটহাজারী থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদের নিকট এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে বলেন আমি খুবই অসুস্থ পরে ফোন করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার জশনে জুলুসে যাওয়া গাড়িবহরের এক যুবক হাটহাজারী বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে বড় মাদ্রাসার শিক্ষার্থীসহ কওমি জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সূত্রপাত হয়।