খুলনা ব্যুরো : খুলনা নগরীর হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। খুলনা সদর থানা পুলিশ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হল খাদিজা পারভীন (৩৬), সুলতানা আক্তার (১৯), মাহি আক্তার (১৯), সুমাইয়া খানম (২২), রাবেয়া খাতুন (২১), রানী (৩০), মোসা. হোসনে আরা (২২), মো. মামুন বিশ্বাস (৩০), আমিনুর রহমান (২৭)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চৌহালী : চার সন্তানের জননীর সাথে অনৈতিক সম্পর্কের ঘটনায় সিরাজগঞ্জের এনায়েতপুর কেজি মোড়স্থ ওয়াবদাবাধের তেল ব্যবসায়ী যুবক ইব্রাহিম হোসেনকে (৩৩) গণধোলাই দেয়া হয়েছে। শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। তবে সুবিধা নিয়ে কতিপয় স্থানীয়রা তাকে ছাড়িয়ে নিয়ে গেছে বলে ভুক্তভোগী ওই নারী সাংবাদিকদের জানিয়েছেন।

এলাকায় এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলেও ইব্রাহিম শিক্ষানবিশ আইনজীবি হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। তবে এনায়েতপুর থানা পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশাশুনি (সাতক্ষীরা) : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা থেকে ৬৮ পিচ নেশাদ্রব্য উইনসিরেক্স সিরাপ উদ্ধার করা হয়ছে। উদ্ধারকৃত সিরাপ থানা হেফাজতে রয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন জানান, ডিজিএফআইয়ের তথ্য অনুযায়ী ১৯ সেপ্টেম্বর উপজেলার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা গ্রামের চৌধুরী মোড়ের ব্রিজের নীচ থেকে এলাকাবাসীর সহযোগিতায় পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ৬৮ পিচ নেশাদ্রব্য উইনসিরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত উইনসিরেক্স সিরাপ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত মাল কার,কোথায় যাচ্ছিল তথ্য উদঘাটনের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে বৈধ কাগজপত্র না থাকায় ৪৯টি মোটরসাইকেল আটক করা হয়েছে। বগুড়ার ট্রাফিক পুলিশের একটি টিম আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়ে। অভিযানে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ৪৯টি মোটরসাইকেল আটক করে আদমদীঘি থানায় রাখা হয়েছে। আটককৃত বেশ কিছু মোটরসাইকেলের মালিকের জরিমানা ও মামলা দায়ের করা হয় বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান।

এদিকে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গাঁজা সেবনের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে। গত শনিবার (২ সেপ্টেম্বর) রাতে আদমদীঘির বিহিগ্রাম বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে আদমদীঘি উপজেলার বিহিগ্রাম বাজারের পাশে গাঁজা সেবন কালে উল্লেখিত দুই গাঁজা সেবনকারিদের গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলারুজু করে গতকাল রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪২ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট সাজিয়া বেগম (৪২) নামের এক নারীকে আটক করছে কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ২২ সেপ্টেম্বর সকালে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের কাকড়া মোড় এলাকার তার হোটেলে তাকে আটক করা হয়। আটক সাজিয়া বেগম ওই এলাকার আসাব আলীর স্ত্রী।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের একটি দল উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের দীনা অটো রাইস মিলস এর পশ্চিম পাশে কাকড়া মোড় এলাকায় সাজিয়া বেগমের হোটেলে অভিযানে চালিয়ে ৮২ পিচ ইয়াবাসহ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়িতেও ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে তার বাড়ি তল্লাশী করে আরো ৬০ পিচসহ মোট ১৪২ পিচ ইয়াবা ও নগদ ৯৬০ টাকা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ইয়াবসহ তাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।