যশোরে ডিবির অভিযানে বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার(২৭ আগস্ট) সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের ফরহাদ হোসেন (৩২) ও সাকিব হোসেন (১৯)। ডিবি যশোরের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান চাঁচড়া টু পালবাড়িগামী সড়কে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির চালকের আসনের নিচ থেকে কস্টটেপ মোড়ানো অবস্থায় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে সরবরাহের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ডিবির এসআই শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়।