নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে বাজারের পরিত্যক্ত ভবনের ছাঁদে উপর জোরপূর্বক ধর্ষণ চেষ্টায় কবির মিয়া (৩৭) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। রোববার (৩১ আগস্ট) সকাল ৮টায় ৫নং গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজারের মধ্যস্থলে একটি পরিত্যক্ত পাকা ভবনের ছাঁদে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে থানা পুলিশের হাতে সোর্পদ করে। নান্দাইল মডেল থানা পুলিশের উপ-পরির্দশক এসআই ছালেহুর রহমান ঘটনাস্থল পরির্দশন করে কবির মিয়াকে আটক করে থানা নিয়ে আসেন। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত কবির মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অপরাধ
স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা জনতার হাতে আটক
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে বাজারের পরিত্যক্ত ভবনের ছাঁদে উপর জোরপূর্বক ধর্ষণ চেষ্টায় কবির মিয়া (৩৭) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।