লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজংয় উপজেলার পদ্মা সেতুর উত্তর থানার আওতাধীন মেদিনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া কবুতর খেলা বাজারে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশিদের রাইস এন্ড অয়েল মিলে দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে। ইউপি সদস্য হারুনুর রশিদের পুত্র নুরুজ্জামান হোসেন বাবু জানান গেলো ৭ তারিখ সোমবার দুপুরে তিনি তার প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়ীতে যায়।এর পরে বৃহস্পতিবার সকালের দিকে পুনরায় তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানটি খোলার উদ্দেশ্য বাজারে গেলে দেখা যায় তার রাইস মিলের সাটারের তালা খোলা।পরে ভিতরে গিয়ে দেখতে পান বিভিন্ন ধরনের ৫ টি মটর নেই। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।তিনি জানান রাতের কোন এক সময়ে চোর চক্র তার মেইলের মূল্যবান মটোরগুলো চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে লৌহজং উপজেলার পদ্না সেতু উত্তর থানা এলাকায় একটি অভিযোগ করা হয়েছে।
অপরাধ
অয়েল মিলে দুর্ধষ চুরি
মুন্সীগঞ্জের লৌহজংয় উপজেলার পদ্মা সেতুর উত্তর থানার আওতাধীন মেদিনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া কবুতর খেলা বাজারে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশিদের রাইস এন্ড অয়েল মিলে দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে।