জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত বদর দিবস কুইজ প্রতিযোগিতা–২০২৫-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিবুর রহমান মুহিব জানান, আগামীকাল সন্ধ্যা ৭টায় ক্যাফেটেরিয়ার ২য় তলায় বদর দিবস কুইজ প্রতিযোগিতা–২০২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, “ঐতিহাসিক বদর যুদ্ধের আত্মত্যাগ ও বিজয়ের শিক্ষা তুলে ধরতেই আমরা এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছি। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আগামীতেও ইসলামী ছাত্রশিবিরের শিক্ষার্থীবান্ধব কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ, ২০২৫ (১৭ রমজান ১৪৪৬ হিজরি, মঙ্গলবার) দুপুর ২টায় অনলাইনে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
বিজয়ীদের জন্য রয়েছে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট এবং বই পুরস্কার।