বেরোবি সংবাদদাতা : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বিশ্ব পরিসংখ্যান দিবস-২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুরে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য রর্‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে রর্‌্যালির উদ্বোধন করেন। রর্‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিডিয়া চত্বরে এসে শেষ হয়। এতে পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, বর্তমান বিশ্বে পরিসংখ্যান হলো জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। গবেষণায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ব্যবহারের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পরিসংখ্যানের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে ডাটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডাটার ব্যবহার গবেষণা ও সিদ্ধান্ত গ্রহণে নতুন দিগন্ত উন্মোচন করেছে। উপাচার্য আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদেরও এই উদীয়মান প্রযুক্তিকে আয়ত্তে এনে পরিসংখ্যানে নতুন নতুন ধারণা উদ্ভাবন করতে হবে।