ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রচারণায় কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার ( ২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের ব্যানার ঢাবির প্রক্টোরিয়াল টিম সরিয়ে ফেলে।
মঙ্গলবার (২৬ আগস্ট) প্রধান রিটার্নিং কর্মকর্তা থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র সাদা-কালো পোস্টার, লিফলেট ও হাতবিল ছাড়া অন্য কোনো প্রচারণামূলক উপকরণ ব্যবহার করা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীরা পোস্টার বা লিফলেট বিলি করতে পারবেন, তবে পিভিসি, কাপড় কিংবা অন্য কোনো মাধ্যমে লেখা ব্যানার, ফেস্টুন বা বোর্ড টানানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
যেসব প্রার্থী ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন বা বোর্ড ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন, তাদেরকে দ্রুত এসব সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।