স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্মরণসভায় প্রতিষ্ঠাতা ভিসি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ড. এম. শমসের আলী এবং সাবেক ভিসি খ্যাতিমান প্রশাসক অধ্যাপক ড. আর. আই. এম. আমিনুর রশিদের কর্ম ও অবদান স্মরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ড. শমসের আলী শুধু বিজ্ঞানী নন, ছিলেন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষার পথপ্রদর্শক। দূরশিক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি অগণিত মানুষের জীবনে আলো ছড়িয়েছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন অনুপ্রেরণার বাতিঘর।

তিনি আরও বলেন, অধ্যাপক ড. আমিনুর রশিদ ছিলেন প্রথিতযশা বিজ্ঞানী, নিবেদিতপ্রাণ গবেষক ও দক্ষ প্রশাসক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে দীর্ঘ সময় শিক্ষকতা করে পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে নতুন গতি ও দিশা দিয়েছেন।

প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, এই দুই মহান ব্যক্তিত্ব শুধু শিক্ষার মানোন্নয়নে নয়, নৈতিকতা প্রতিষ্ঠায়ও ছিলেন অগ্রণী। তাঁদের দেখানো পথেই আমরা এগিয়ে যাব। রেজিস্ট্রার অধ্যাপক মো. আনিছুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বক্তারা বলেন, তাঁরা ছিলেন জ্ঞানের বাতিঘর, যাঁদের প্রেরণা প্রতিদিনের কর্মকে আলোকিত করত। সভায় তাঁদের নামে ভবনের নামকরণের প্রস্তাবও করা হয়।