দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জমকালো আয়োজনে হাফেজ ছাত্রদের সংবর্ধনা ও একই সাথে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দৌলতেরকান্দি প্রাইমারি স্কুল মাঠে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। গোয়ালমারী ইউনিয়নের দৌলতেরকান্দির যুব বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জি. শাহআলম ফরাজী।প্রধান অতিথি মনিরুজ্জামান বাহলুল তার বক্তব্যে হাফেজ ছাত্রদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দেশের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “হাফেজরাই এ দেশের শ্রেষ্ঠ সম্পদ। যাদের অন্তরে কুরআন আছে, তারাই অন্ধকার সমাজকে আলোকিত করে।”’জোর করে কেউ দাড়িপাল্লাকে দমিয়ে রাখতে পারবে না’নির্বাচন প্রসঙ্গে তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে, একটি পক্ষ এই প্রোগ্রামটিকে বাধা দিতে চেয়েছিল।
শিক্ষাঙ্গন
দাউদকান্দিতে জামায়াতের উদ্যোগে হাফেজ ছাত্রদের সংবর্ধনা
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জমকালো আয়োজনে হাফেজ ছাত্রদের সংবর্ধনা ও একই সাথে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।