ইবি রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) ও হল সংসদ গঠনের লক্ষ্যে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি আগামী ১৫ অক্টোবরের মধ্যে চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) গঠনতন্ত্র প্রণয়ন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় বৈঠকে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ।

কমিটির আহ্বায়ক ড. মিজানুর রহমান জানান, ইতিমধ্যে দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের গঠনতন্ত্র সংগ্রহ করা হয়েছে। এসব গঠনতন্ত্র বিশ্লেষণ করে খসড়া প্রস্তুত করার পর ঢাকা ও চট্টগ্রামের সদস্যদের সাথে আলোচনা করা হবে। এছাড়া, ছাত্রদের সাথেও মতবিনিময় করা হবে এবং তাদের মতামত সংযোজন-বিয়োজনের মাধ্যমে চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, ঘোষিত সময়সীমার মধ্যেই গঠনতন্ত্র জমা দেওয়া সম্ভব হবে।