স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গবেষণা, উদ্ভাবন ও যুগোপযোগী প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরকে একটি পূর্ণাঙ্গ সেন্টার অব এক্সিলেন্সে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

রোববার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে পুরাতন একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত “Enhancing Administrative Excellence: Professionalism, Office and Financial Management” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভিত্তি। তাদের দক্ষতা, পেশাদারিত্ব ও সততার ওপরই একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের সাফল্য অনেকাংশে নির্ভর করে।

ভাইস চ্যান্সেলর আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি যেমন ক্লাউড কম্পিউটিং, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অব থিংস ও ক্যাশলেস ফাইন্যান্সিয়াল সিস্টেম কাজে লাগিয়ে প্রশাসনিক ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও স্বচ্ছ করতে হবে। একইসঙ্গে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনায় ডুয়েটকে দেশের শীর্ষ অবস্থানে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সেমিনারের বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, সময়ানুবর্তিতা, টিমওয়ার্ক ও দায়িত্ববোধই একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতার মূল চাবিকাঠি। প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ডুয়েট আইন-২০০৩, সরকারি চাকরি বিধিমালা, অফিস ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রম সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সেমিনারে নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।